মানুষ পণ্য কেনে না, ইমোশন কেনে!
আমি সিএসই নিয়ে পড়েছি অথচ বিবিএর একটা বিষয় মার্কেটিং নিয়ে আমি ক্যারিয়ার গড়তে চাচ্ছি, কাজ করছি এবং আয় করছি! এটা অনেকের কাছেই হাস্যকর, এমনকি আমার কাছের অনেকের মাঝেও এই কারণে আমি হাসির পাত্র। অনেকেই মনে করেন যে, মার্কেটিং মানে শুধুমাত্র কোনো জিনিস বিক্রি করা। এমনকি বাংলাদেশেও মার্কেটিং মানে – “নিজের মুখ বিক্রি করা”, “নিজেকে বিক্রি …