সাইকোলজি বা মনোবিজ্ঞান কি আসলেই বিজ্ঞান?
১৮০০ সালের দিকে যখন সর্বপ্রথম সাইকোলজি বিষয়টা নিয়ে সারা পৃথিবী সরগরম হয়ে গিয়েছিল, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেই বিশ্বাস করেন না, সাইকোলজি আসলেই বিজ্ঞানের অংশ কি না! কারণ সাইকোলজি হচ্ছে মানুষের মন নিয়ে পড়াশোনা ও রিসার্চ! কিন্তু মনকে দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না – এমনকি কোনোভাবে মনের পরীক্ষা নেয়া …