মার্কেটিংয়ের কিছু প্র্যাকটিক্যাল ট্যাকটিকস —
🎯 হুক ব্যবহার করা শিখুন! হাই কোয়ালিটি কন্টেন্টের সবচেয়ে সেনসেটিভ পার্ট, মার্কেটিং-সেলস হুক যুক্ত করা!
🎯 স্কুল-কলেজের লেখালেখি আর কন্টেন্ট মার্কেটিংয়ের আর্টিকেল লেখার মধ্যে অনেক পার্থক্য!
🎯 Everything is Marketing. Marketing is Everything.
🎯 ব্র্যান্ডিং ইজ দ্য কি 🗝️
🎯 Objective > Planning > Strategy > Content — এই প্রসেস ফলো করুন!
🎯 Do emotional marketing.
🎯 মানুষ ফ্রি জিনিস পছন্দ করে! ফ্রি গিফট দিন আপনার অডিয়েন্সকে!
🎯 ইনফরমেশনাল কন্টেন্ট তৈরি করুন! কিন্তু ট্রেন্ডের বাইরে গিয়ে নয়!
আমি যখন প্রথম মার্কেটিং শুরু করি, তখন আমি কিছুই জানতাম না! কিছুই না! ❌
কিন্তু, ৭/৮ বছর ধরে মার্কেটিং করতে করতে যা শিখেছি সেটা আমি নিজের প্রোডাক্ট আর সার্ভিসের জন্য ব্যবহারও করেছি! 🛒
আর সেগুলো থেকেই এই কয়েকটা প্র্যাকটিক্যাল ট্রিকস! 🤷🏻♂️