সবকিছু না করে, ‘একটা’ দিয়ে শুরু করুন

সেই বিড়ালের 🐈 গল্প মনে আছে?

যার সামনে চারটা পাত্র রাখা ছিলো। প্রত্যেক পাত্রেই দুধ ছিলো।

প্রথম পাত্রের দুধ পান করার পরেই তার পেট ভরে যায়। কিন্তু কৌতুহলের বশে সে দ্বিতীয় পাত্রের দুধও পান করে। পেটে কিঞ্চিৎ জায়গা না বাঁচলেও সে একইভাবে কৌতুহলের বশে তৃতীয় ও চতুর্থ পাত্রেরও দুধ পান করে।

অতিরিক্ত খাওয়ার ফলে তার বদহজম হয় ও সে মারা যায়।

ভুলে গেছেন?

এই গল্প থেকেই এসেছে, “কিউরিওসিটি কিলড দ্যা ক্যাট!” ⚡

আমাদের আশেপাশেও এমন অনেক কিছুই আছে যেগুলোতে আমাদের আগ্রহ নেই, ইচ্ছে নেই!

যেসব বিষয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই কিন্তু তারপরেও আরেকজন করছে কিংবা শুধুমাত্র কৌতুহলের রেশ ধরে আমরা এমন কিছু করে বসি যেটার উপসংহার ততটা মুখরোচক হয় না। 🤷🏻‍♂️

ক্যারিয়ারের কথাই ধরুন!

আপনার যদি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ না থাকে, এটা নিয়ে কাজ করার কোনো প্যাশন বা ইচ্ছে না থাকে তাহলে কেনো আসছেন এখানে?

আপনি যদি ব্যবসা করতেই না চান, শুধুমাত্র টাকা আসবে — এই খুশিতে নাচতে নাচতে ব্যবসা করতে বসেন — পরে তো ব্যবসার দোষ হবে না!

আপনি যদি ৯-৫ টা চাকরি করতে না চান, তাহলে কিসের জন্য এখনো আরেকজনের পেছনে খাটছেন?

আমি অনেককেই দেখেছি আমাকে মেসেজ করতে,

“ভাই, আমি অলরেডি একজন লেখক। কিন্তু আমার বন্ধুরা বেশিরভাগই সিপিএ মার্কেটিং করছে। এখন আমিও করতে চাচ্ছি! কিভাবে শুরু করবো?!”

খেয়াল করুন, উনার ইনটেনশন কিন্তু ভালোই। সমস্যা উনার মধ্যে না। সমস্যা উনার সাবকন্সাশ মাইন্ডে আর উনার আশেপাশের ন্যাচারে।

উনি দেখে এসেছেন বা জেনে এসেছেন যে, নতুন কিছু এলেই, নতুন কোনো ট্রেন্ড আসলেই তার সাথে দৌড়াতে হয়। আর এটার কারণে উনার মতো কিছু মানুষ এই ট্রেন্ড আর কৌতুহলের ফাঁদে পড়ছেন।

সবকিছুতে কি নাক না গলালেই নয়?!
সবকিছুই জানতে হবে সবাইকে?!

আমিও তো ভাই ম্যাথ কম বুঝি, গ্রাফিক্স ডিজাইনে ততটা ভালো না, গেইম ডেভেলপার হওয়ার ইচ্ছে পোষণ করি না, অ্যান্ড্রয়েড ডেভেলপার হওয়ার ইচ্ছে নেই!

তবে? আমি পিছিয়ে গেলাম?

সবাই কি করছে সেটা না করে, সবাই কোনটা করে ‘পারছে’ সেটার দিকে আগ্রহ দিন! সবাই কিন্তু ‘সবকিছু’ করে উপরে উঠছে না, সবাই ‘একটা কিছু’ করে উপরে উঠছে!

উপরে উঠে ‘সবকিছু’ করতে দোষ নেই, কিন্তু উপরে উঠা পর্যন্ত ‘একটা কিছু’র দিকে মনোযোগ দিন! 🔥


৯৯৯ টাকায় একবার ইনার সার্কেলে ⭕️ যুক্ত হয়ে গেলে কিন্তু সারাজীবনেও আর কোনো টাকা খরচ না করেই, সম্পূর্ণ ফ্রিতেই 🆓 —

আমার সঅঅঅঅঅঅঅব কোর্স, রিসোর্স, বই নিয়ে ফেলতে পারবেন! অ্যাক্সেস থাকবে, লাইফটাইমের ⌛️জন্য!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আগামী ৪৮ ঘন্টা ইনার সার্কেলের ফি, মাত্র ৫৫০ টাকা

X