মুনতাসির মাহদী‘র গল্প

১৯৯৭ সালের ২৫ অগাস্ট, ভোরবেলায় জন্ম – মুনতাসির মাহদীর! তার শহর, সিলেট।

তার বাবা’র চাকরির সুবাদে জন্মের পর থেকে শুরু করে প্রায় ১৯/২০ বছর, আশুগঞ্জ সারকারখানা কোয়ার্টারে তার বড় হয়ে ওঠা! সেখানেই তার স্কুল, কলেজ আর পরিবারে বেড়ে ওঠা এক ভাই আর এক বোনের সাথে। আর সেজন্যেই তার জীবনের প্রথম কুড়িটা বছর কাটে নিজের শহর ছেড়ে অনেকটা দূরে, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াতে।

স্কুল-কলেজে কখনোই ব্যবসার প্রতি কোনোধরনের ঝোঁক ছিল না, মাহদীর। তার ভালো লাগতো প্রোগ্রামিং, টেকনোলজি আর রাত জেগে বই পড়তে। কিন্তু তার বেশ আগ্রহ ছিল, লেখালেখিতে। সপ্তম শ্রেণিতে পড়তে থাকা অবস্থাতেই মাহদী তার প্রথম গল্প লিখে ফেলে! তারপর লেখালেখির ঝোঁক তাকে আরো পেয়ে বসে।

সেই ২০১২ সাল থেকে ছোটখাটো গল্প ও আর্টিকেল, বিভিন্ন পত্রিকা ও অনলাইন ব্লগগুলোতে লিখতে লিখতে ২০১৯ সালে গিয়ে শব্দশৈলী প্রকাশনী থেকে মাহদীর প্রথম পেপারব্যাক বই, ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি প্রকাশিত হয়; অমর একুশে বইমেলায়! একইসাথে, সেই একই বইমেলায় মাহদীর দ্বিতীয় বই, ব্রেইনফ্লুয়েন্সঃ দ্য সাইকোলজি অব মার্কেটিং – বইটি প্রকাশ হয়। এই বই দুটো বেস্ট সেলার ছিল, ২০১৯-২০২০ একুশে বইমেলার সময়কালে। ২০১৯ থেকে ২০২৩ অবধি মুনতাসির মাহদী মোট ৫টা বই অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি, ব্রেইনফ্লুয়েন্সঃ দ্য সাইকোলজি অব মার্কেটিং, ফেসবুক A টু Z, ডিজিটাল সেলসঃ দ্য ফিউচার অব সেলসকপিরাইটিংঃ দ্য ফিউচার অব কন্টেন্ট রাইটিং!

২০১৭ সালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনারত অবস্থায় মাহদী, বেশ কিছু সফটওয়্যার ও রেডিমেইড কম্পিউটার ভাইরাস স্ক্রিপ্ট তৈরি করে থাকে। সেই স্ক্রিপ্টগুলো এবং ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস সেল করার মাধ্যমে ডিজিটাল প্রোডাক্টের দুনিয়ায় মাহদী স্থায়ীভাবে পা রাখার সিদ্ধান্ত নেয়।

মার্কেটিং নিয়ে যদিও আগে থেকেই  কিছুটা ধারনা ছিল তার, কিন্তু নিজের বইয়ের মার্কেটিং করার জন্য, ২০১৯ সাল থেকে মার্কেটিং নিয়ে মাহদী প্র্যাক্টিক্যালি কাজ শুরু করে। মাহদীর প্রথম অনলাইন রেকর্ডেড কোর্স-ও মার্কেটিং নিয়েই ছিল! মাহদীর, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্সে; ২০২০ সাল থেকে ২০২৩ অবধি প্রায় ৩০০০০ এর বেশি শিক্ষার্থী ইনরোল করে থাকে। এখন পর্যন্ত মুনতাসির মাহদীর কোর্সগুলো (সর্বমোট ২৫টি রেকর্ডেড অনলাইন ভিডিও কোর্স) দেখা হয়েছে প্রায় ৩ কোটিবারের বেশি! মুনতাসির মাহদীর কোর্সগুলো পেয়ে  যাবেন এখানেঃ মুনতাসির মাহদীর কোর্স

মাহদী যদিও অনার্স সম্পন্ন করার উদ্দেশ্যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছিল কিন্তু, দিনশেষে তার কাছে অপশন ছিল, দুটো! হয়, পড়াশোনা নাহয় প্যাশন! মাহদী রাত জেগে নিজের প্যাশন আর স্কিলগুলোকে ঝালাই করার অপশনটাই বেছে নিলো! পড়াশোনা ক্ষান্ত দিয়েই, সেকেন্ড ইয়ার অবধি পড়েই, ভার্সিটি থেকে ড্রপআউট হয়ে গেলো মাহদী!

২০২৩ সালে এসে শেষমেষ মাহদীকে অনলাইন ইউনিভার্সিটি, School of Business and Trade (SOBAT) থেকে সোশ্যাল সায়েন্সে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি নিয়ে ফেলতেই হলো! 

ডিজিটাল প্রোডাক্ট তৈরি আর বিক্রি করার মাধ্যমেই মাহদীর মানি মেকিং স্টেজ শুরু হয়। মাহদীর প্রথম কোটি টাকার চেহারা দেখার সৌভাগ্যও হয়; ডিজিটাল প্রোডাক্টের হাত ধরেই! এখন পর্যন্ত, এই ৭/৮ বছরের অভিজ্ঞতায় প্রায় ২০ টাইপের বেশি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেগুলো থেকে ক্যাশ জেনারেট করার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে মাহদীর।  

মাহদীর আরেকটা খুবই পছন্দের কাজ বিভিন্ন ধরনের কমিউনিটি তৈরিতে সময় দেয়া। মাহদী বিশ্বাস করে, কমিউনিটি ইজ দ্য কি টু বেটার ফিউচার অব হিউম্যান স্পিশিস! মাহদীর কমিউনিটি তৈরির এই অভ্যাস থেকেই এখন পর্যন্ত প্রায় ২০০ এর বেশি অ্যাজেন্সি, বিজনেস ও পার্সোনাল ব্র্যান্ডকে ট্রেইনিং ও মেন্টরিং করেছেন তিনি। তার মোট  শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০০ ছাড়িয়ে গিয়েছিল, মাত্র ৩ বছরেই!

বসে থাকতে ইচ্ছে করে না, এই মানুষটার! যার ফলে নিজের ক্লায়েন্ট হ্যান্ডেল করাটাও তার কাছে হ্যাপিনেসের আরেকটা নাম! এসইও এবং অর্গানিক সেলস/লিডস/ট্র্যাফিক গ্রোথ হ্যাকস নিয়ে ৫ বছরের প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা রয়েছে মাহদীর। ছোট ব্যবসাগুলোকে হাতে ধরে টেনে, নিজের ব্যবসার মতো কেয়ার করে মানি মেকিং ম্যাশিনে রূপান্তর করার ইচ্ছে থেকেই এখন পর্যন্ত প্রায় ১০০+ অনলাইন বিজনেসকে তিনি কনসালটেন্সির মাধ্যমে সাহায্য করেছেন অন পেইজ এসইও, ‘হিউমেইন’ এসইও অডিটিং, মানি মেকিং কীওয়ার্ড রিসার্চ, হাই অথোরিটি লিংক বিল্ডিং, টেকনিক্যাল এসইও, ওয়েব অ্যান্ড  অ্যাড কপিরাইটিং, ব্লগ আউটরিচ, অ্যাফোর্ডেবল অনলাইন পিআর গ্রোথ, গুগল অ্যালগরিদম আপডেটস, লোকাল এসইও ও লোকাল সেলস গ্রোথ, ইন্টারন্যাশনাল সেলস এবং সেলস গ্রোথ, সার্চ ইঞ্জিন পেনাল্টি রিকোভারি, গ্রোথ হ্যাকিং, ইউনিক ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন এবং অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টসহ আরো বেশ কয়েকধরনের সার্ভিস দেয়ার মাধ্যমে!

মাহদী’র শব্দে,

I love investing my time in analyzing various industry websites, finding all the growth, sales and content related issues, generating better rankings in this online universe for long term organic growth and challenging different industries by making them quite unique, transformative & futuristic digital products for their businesses.

And last but not least, I ‘believe‘ that every single business in this metaverse can be unique; if they are open to authenticity. I’m 100% able and want to transform your business into something authentic, unique; in perspective to philosophy and positivity with a hell lot of actual human touch in this robotic and AI reformed universe.

I’m open to new opportunities and obviously wanna talk to you about your business. You’re gonna find me here,

Multiple income streams = the ultimate financial freedom.

Muntasir Mahdi

নিজের ইচ্ছেমতো লাইফ লিড করার স্বাধীনতা

নিজের পরিবারকে সময় দেয়ার স্বাধীনতা

নিজের গল্প নিজের হাতে লেখার স্বাধীনতা

যুক্ত হয়ে যান, আজই

১০০০+ প্রিমিয়াম মেম্বারের সাথে; প্রত্যেকদিন শিখতে পারবেন নতুন কিছু!

প্রত্যেকদিন থাকছে, হাই কোয়ালিটি ইনকাম টিপস এবং সাথে নিজের গ্রোথের জন্য ভ্যালুয়েবল রিসোর্স!

প্রত্যেক সপ্তাহে থাকছে, লক্ষ টাকা ভ্যালুর ডিজিটাল প্রোডাক্টস গিফটস!

সারাজীবনের জন্য, মুনতাসির মাহদীর সবগুলো কোর্স ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন যুক্ত হওয়ার সাথে সাথেই!

আরো থাকছে, সাপ্তাহিক নিউজলেটার; যেটা ইনার সার্কেলের মেম্বারদের জন্য সারাজীবন ফ্রিতে পড়ার সুযোগ!

সাবস্ক্রাইব করলেই, এত্তগুলো গিফটস

আগামী ৪৮ ঘন্টা ইনার সার্কেলের ফি, মাত্র ৫৫০ টাকা

X