
ছোট ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য ৩টি সবচেয়ে প্রয়োজনীয় সার্ভিস
২০১৭ থেকে শুরু করে, ২০০+ হাই কনভার্টিং ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেছি, যেগুলো ক্লায়েন্টদের জন্য সম্মিলিতভাবে ৫০ লক্ষ টাকারও বেশি রেভিনিউ তৈরি করতে সাহায্য করেছে।
আমাদের প্রত্যেকটা সার্ভিসের মুল পাওয়ারহাউজ — আমাদের কন্টেন্ট ও কপিরাইটিং টিম।
ফেসবুক বা লিংকডইনের হাই কোয়ালিটি কন্টেন্ট, অ্যাড কপি বা প্রোডাক্ট কপি কিংবা ওয়েবসাইট অথবা নিউজলেটার কন্টেন্ট — যেকোনো প্ল্যাটফর্মের জন্যই গ্যারান্টির সাথে প্রফিটেবল, হাই কোয়ালিটি কন্টেন্ট ও কপি তৈরি করে দেয়া সম্ভব, ডিজিট্যাল ক্র্যাফটার’স ল্যাবের কন্টেন্ট টিমের পক্ষে!
৫০০+ ছোট বিজনেস, সোলোপ্রিনিউয়ার এবং অ্যাজেন্সির সাথে কাজ করার পাশাপাশি; ১০০০+ ঘন্টা কনসালটেন্সি ও ওয়ার্কশপে সফল ক্রিয়েটর ও উদ্যোক্তাদের সেবা দেয়ার পর; ক্রিয়েটরদের ডিজিটাল আইডেন্টিটি বা পার্সোনাল ব্র্যান্ড আইডেন্টিটি – যেকোনো অবজেক্টিভ বা লক্ষ্যের জন্য অপ্টিমাইজ করাটাও আমাদের হাতের মুঠোয়!
আর যদি প্যাসিভ ইনকাম কিংবা সেমি প্যাসিভ ইনকাম আপনার লক্ষ্য হয়ে থাকে কিংবা আপনার বর্তমান ব্যবসার সাথে প্যাসিভ ইনকাম যুক্ত করতে চাইলে; রেডিমেড ডিজিটাল প্রোডাক্ট বিজনেস বান্ডেলগুলো আপনাকে সাহায্য করতে পারে! এই বান্ডেলগুলোতে ডিজিটাল প্রোডাক্ট, সেলস প্ল্যান, ইনকাম জেনারেশনের প্ল্যান, বিজনেস প্ল্যান, ফেসবুক পেইজ, অপ্টিমাইজেশন, মার্কেটিং প্ল্যান, কন্টেন্ট প্ল্যান সবকিছু আপনার প্রফিটের জন্য তৈরি করে দেয়া হবে!
কেন ডিজিটাল ক্র্যাফটারস ল্যাব?
কারণ,
১০০০+ ক্লায়েন্ট, অ্যাজেন্সি, উদ্যোক্তার ফিডব্যাক, রিভিউ এবং টেস্টিমোনিয়াল
বাংলাদেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে হাই কোয়ালিটি ডেলিভারি
এক্সট্রিম সাপোর্ট ও সুপার অর্গানাইজড ডেলিভারি
ইউনিক ও ইফেক্টিভ সার্ভিস
ডিজিটাল ক্র্যাফটারস ল্যাব সার্ভিস
ডিজিটাল প্রোডাক্ট বিজনেস বান্ডেল
আপনার পছন্দমতো নিশ বা প্রোডাক্ট দিয়ে সম্পূর্ণ রেডিমেড ডিজিটাল প্রোডাক্ট বিজনেস বান্ডেল নিয়ে ফেলতে চাইলে, এই সার্ভিস আপনার জন্যেই! এই বিজনেস বান্ডেলগুলো আপনাকে প্যাসিভলি বা সেমি-প্যাসিভলি ইনকাম জেনারেট করতে সাহায্য করবে!
বান্ডেলগুলো দেখতে চাইকন্টেন্ট ও কপিরাইটিং সার্ভিস
প্রত্যেক ব্যবসা ও উদ্যোক্তার প্রয়োজন ইফেক্টিভ, প্রফিটেবল ও হাই কোয়ালিটি কন্টেন্ট ও কপি। সেই ২০১৭ থেকে আজ পর্যন্ত প্রায় হাজারের বেশি কন্টেন্ট ও কপি লিখে দেয়ার অভিজ্ঞতা রয়েছে আমাদের।
আরো জানতে চাইডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট সার্ভিস
এখন অবধি ২০০+ প্রফিটেবল ডিজিটাল প্রোডাক্ট তৈরির প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে আমাদের! নিজের নামে বা বিজনেস কিংবা ব্র্যান্ডের নামে ইউনিক ও প্রফিটেবল ডিজিটাল প্রোডাক্ট তৈরি করিয়ে নিয়ে সেটাকে লাইফটাইম বিক্রি করে রেভিন্যু জেনারেট করা সম্ভব, যেকারো পক্ষেই!
ডিজিটাল আইডেন্টিটি অপ্টিমাইজেশন সার্ভিস
প্রত্যেক ছোট ব্যবসা ও উদ্যোক্তার অর্গানিক গ্রোথের জন্য অর্থাৎ ফ্রিতে ট্র্যাফিক, সেলস ও ইনকাম বাড়ানোর জন্য কিংবা ডিজিটাল আইডেন্টিটিতে ম্যাক্সিমাম ইমপ্যাক্ট নিয়ে আসার জন্য - ডিজিটাল আইডেন্টিটি অপ্টিমাইজেশন খুবই জরুরী। আর এই একই সার্ভিসে প্রফেশনাল ডিজিটাল আইডেন্টিটি তৈরি করিয়েছেন ২০০+ উদ্যোক্তা ও ক্রিয়েটররা!
আরো জানতে চাই