
আমি মুনতাসির মাহদী! পেশায়, লেখক ও ব্যবসায়ী! অনলাইন বিজনেস ও মানি মেকিং স্কিলস নিয়ে কাজ করছি ২০১৪ থেকে!
মুনতাসির মাহদী (Muntasir Rahman Mahdi – منتصر رحمن مهدي) প্রফেশনালি একজন লেখক এবং ব্যবসায়ী। এখন পর্যন্ত তার ৫টি বই অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে! তিনি প্রায় সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে লেখালেখি ও ডিজিটাল প্রোডাক্ট ব্যবসার সাথে যুক্ত! হার্ডব্যাক ও ইবুকসহ এখন পর্যন্ত তিনি সর্বমোট ৯টি বই প্রকাশ করেছেন! গত সাড়ে চার বছর ধরে তিনি প্রায় ৩০০০০ এর বেশি শিক্ষার্থীকে অনলাইনে ও অফলাইনে ব্যবসা ও মানি মেকিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ট্রেইন করে যাচ্ছেন! মাহদী’র ভাষায়; তার লক্ষ্য, “I’m helping people build a Philosophically Positive Money Mindset!”