E.QU.I.P Framework - এফেক্টিভ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি

হ্যালো!

আজ ৮ ফেব্রুয়ারি, ২০২৪

নতুন সংখ্যায় আপনাকে স্বাগতম এবং আবারো ধন্যবাদ, মাহদীগ্লিফ নিউজলেটার পড়তে আসার জন্য!

 

 

গত পর্বে আমরা কথা বলেছিলাম, ৫টা প্র্যাকটিক্যাল সেলস ফানেল স্ট্র্যাটেজি ও ফর্মুলা নিয়ে!

পড়েছেন সেই ইস্যু?

না পড়ে থাকলে, গত পর্বগুলো পড়তে পারবেন এখান থেকেঃ MahdiGlyph Newsletter Issues

 

 

নিউজলেটারের আজকের পর্বে আমরা কথা বলবো, E.QU.I.P ফ্রেমওয়ার্ক নিয়ে –  একইসাথে আরো ২০টি কন্টেন্ট রিলেটেড প্র্যাকটিক্যাল ফর্মুলা ও সেগুলোর ব্যাসিক উদাহরণ এবং কোথায় সেগুলো ব্যবহার করতে হবে!

 

সোশ্যাল মিডিয়ার জগতে, আপনাকে টিকে থাকতে হলে – কন্টেন্ট লিখতে ও তৈরি করতে জানতে হবে! আর সেজন্যে দরকার, বুলেটপ্রুফ ফর্মুলা, যেগুলো অ্যাপ্লাই করে আপনি হাই হোয়ালিটি, ইমোশনাল ও অ্যাঙ্গেজমেন্ট এনে দেবে – এমন কন্টেন্ট তৈরি করতে পারবেন! ইকুইপ ফর্মুলা আপনাদের এক্ষেত্রে সাহায্য করতে পারে!

 

 

একইসাথে কন্টেন্ট রিলেটেড ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার ফলে, আপনার ওভারঅল আইডেন্টিটির অর্গানিক ট্র্যাফিকের কনভার্সন রেট ও গ্রোথ ৪৮% বৃদ্ধি পেতে পারে!

 

 

চলুন কথা না বাড়িয়ে, আজকের ইস্যু শুরু করা যাক!

 

 

 

 

 

E.QU.I.P. Framework এর লক্ষ্য; সোশ্যাল মিডিয়ায় আপনাকে ‘ইমোশনালি অ্যাক্টিভ কন্টেন্ট ও অ্যাঙ্গেজমেন্ট’ তৈরি করতে সাহায্য করা!

সোশ্যাল মিডিয়ার প্রত্যেক কন্টেন্ট, প্রত্যেক পেইজ, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে আপনি ইমোশনের ব্যবহার দেখতে পাবেন – প্রতিনিয়ত! আর এই ইমোশনাল কন্টেন্ট বা অ্যাঙ্গেজমেন্টগুলোকে, এফেক্টিভ সোশ্যাল মিডিয়া মার্কেটাররা কন্ট্রোল করে থাকে; এবং এটাকেই ম্যানেজ ও অপ্টিমাইজ করে তাদের অডিয়েন্সকে আগ্রহী করে তুলতে কাজে লাগিয়ে থাকে!

 

আজ থেকে সোশ্যাল মিডিয়াতে যখনই কোনো কন্টেন্ট পাবলিশ করবেন কিংবা যখনই আপনার পন্য/সেবা/আইডেন্টিটি নিয়ে আপনার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করবেন – তখনই মাথায় এই E.QU.I.P. Framework গেঁথে নেবেন এবং এই ফ্রেমওয়ার্ক ফলো করেই আপনার অডিয়েন্সের সাথে অ্যাঙ্গেজ করার চেষ্টা করবেন কিংবা কন্টেন্ট তৈরি করবেন!

 

শুরুতেই সোশ্যাল মিডিয়ার মেট্রিক্সগুলোকে শুধুমাত্রই কিছু সংখ্যা হিসেবে না দেখে কিংবা ডিজিটাল ট্রান্সেকশন হিসেবে না দেখে, দেখার চেষ্টা করুন আরেকটা পারস্পেকটিভ থেকে; যেখানে প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ — ভিন্ন ভিন্ন ইমোশনাল অ্যাক্টিভিটি!

 

 

আর সেই পারস্পেকটিভ থেকে দেখলে, E.QU.I.P. Framework মাথায় রেখে তৈরি করা কন্টেন্ট কিংবা কনভার্সেশন আপনাকে সাহায্য করবে –

  • অনুভূতিতে কন্ট্রোল করতে
  • ব্যাসিক হিউম্যান সাইকোলজি বুঝতে
  • জেনুইন ইন্টারেকশন তৈরি করতে

চলুন, আরেকটু বিস্তারিত জানা যাক!

 

 

E.QU.I.P. Framework

 

 

Empathy (কন্টেন্টে সহানুভূতির ব্যবহার)

সহানুভূতি, শুধুমাত্র একটা প্রচলিত শব্দই নয়, বরঞ্চ সহানুভূতি এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ব্যবহৃত মুদ্রা!

সহানুভূতি, E.QU.I.P. Framework এর মূল উপাদান, যেটার মানে শুধুমাত্রই অডিয়েন্সকে বুঝতে পারাই নয়, বরঞ্চ সহানুভূতির মূল মানে; আপনার অডিয়েন্সকে অনুভব করতে পারা! আপনার অডিয়েন্সের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে, সমস্যাকে অনুভব করতে জানা!

পরিসংখ্যান অনুসারে ৬৫% কনজ্যুমাররা নিজেদেরকে ব্র্যান্ডের একটা অংশ মনে করে, যদি ব্র্যান্ড মাত্র ৫% গুরুত্ব বাড়িয়ে দেয় – অডিয়েন্সের দিকে! শুধুমাত্র ট্রাঞ্জেকশনের জন্যেই নয় — লং টার্মে সম্পর্ক গড়ে তুলতে; আপনার কন্টেন্ট কিংবা কমিউনিকেশনে সহানুভূতির ব্যবহার আপনাকে ১% হলেও এগিয়ে রাখবে!

 

 

Quickly Understanding (দ্রুত সোশ্যাল মিডিয়া ডায়নামিক্স বোঝার চেষ্টা করুন)

সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে মানুষের চাহিদা-আকাঙ্খা প্রত্যেক সেকেন্ডে পরিবর্তন হচ্ছে!

E.QU.I.P. Framework এর এই ধাপে আমাদের কাজ হবে, সেই এভার চেইঞ্জিং ডায়নামিক্সের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করা! কখন আপনার নিশে কী হচ্ছে, কী ঘটছে আর অডিয়েন্স কীভাবে রিয়েক্ট করছে; এটা যত দ্রুত বুঝতে পারবেন; তত দ্রুত সেই সিচুয়েশনকে আপনার কন্টেন্ট আর কমিউনিকেশন যুক্ত করতে পারবেন – যেটা আপনাকে অন্যদের চেয়ে দ্রুত মার্কেট স্পেস কন্ট্রোল করতে সাহায্য করবে!

একটা রিসার্চ অনুসারে, ৪৯% কনজ্যুমাররা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারদের রেকমেন্ডেশনের উপর পন্য/সেবা ক্রয় করে থাকে! যত দ্রুত আপনার কন্টেন্ট বা আপনার অ্যাঙ্গেজমেন্টে সেই ডেটা যুক্ত করতে পারবেন, তত দ্রুত আপনার অডিয়েন্সকে কনভার্ট করতে পারবেন!

 

 

 

Inspiring (অডিয়েন্সের মাঝে অনুপ্রেরনা জোগান)

অনুপ্রেরণা — যেটা থেকে অ্যাকশনের শুরু হয়!

অনুপ্রেরণামূলক কন্টেন্ট মানেই কিন্তু মোটিভেশনাল কন্টেন্ট বা কমিউনিকেশন নয়; বরঞ্চ অনুপ্রেরণামূলক কন্টেন্টগুলো একজন ব্যক্তিকে অ্যাকশন নিতে সাহায্য করে – প্র্যাকটিক্যাল হতে সাহায্য করে!

যখন আপনার কন্টেন্টে এই অনুপ্রেরণা যুক্ত করতে পারবেন কিংবা আপনার কমিউনিকেশনে যখন আপনার অডিয়েন্স অনুপ্রাণিত হবে, তখন তারাঃ

  • অ্যাঙ্গেজ করবে
  • শেয়ার করবে
  • আরো বেশি কনভার্শন ট্রিগার করবে

অনুপ্রেরণামূলক কন্টেন্টগুলো, প্রমোশনাল কন্টেন্ট থেকে প্রায় ৩০% বেশি অ্যাঙ্গেজমেন্ট রেট নিয়ে আসতে পারে!

তাহলে কেন আমরা আরো বেশি অনুপ্রেরণা যোগাচ্ছি না?!

 

 

 

Positivity (পজিটিভ আইডেন্টিটি = লং টার্ম গ্রোথ)

পজিটিভিটি কোনো টাইমটেবিল মেনে যাওয়া-আসা করে না; হয়, আপনি একজন পজিটিভ ব্যক্তি, অথবা পজিটিভ ব্যক্তি নন!

পজিটিভিটি একটা চুম্বকের মতো অ্যাঙ্গেজমেন্ট জড়ো করতে পারে, আর সেই কারনেই পজিটিভিটি শেখাটা খুবই জরুরি! পজিটিভিটির প্র্যাকটিস আপনার আইডেন্টিটিতে; অডিয়েন্সের মনে লং টার্মের জন্য পজিটিভ আউটলুক তৈরি করবে, যেটা আপনার আইডেন্টিটির ওভারঅল গ্রোথ বাড়াতে সাহায্য করবে!

একটা স্টাডি অনুসারে, পজিটিভ কন্টেন্টের অডিয়েন্স প্রায় আড়াই গুণ বেশি কনভার্ট হয় – নেগেটিভ কন্টেন্টের অডিয়েন্স থেকে! সেজন্যে পজিটিভ কন্টেন্ট আর পজিটিভ কমিউনিকেশন, আপনার অ্যাঙ্গেজমেন্ট এবং লং টার্মের সাইস্টেনিবিলিটি স্কোর; অনেকটা বাড়িয়ে দিতে পারে!

 

ADVERTISE YOUR BUSINESS

Show your custom ad here to the money making and business based premium community. Starting from 1$/day.

I WANT

ADVERTISE YOUR BUSINESS

Show your custom ad here to the money making and business based premium community. Starting from 1$/day.

I WANT
 
 
২০টি অ্যাডভান্সড ও প্র্যাকটিক্যাল কন্টেন্ট রিলেটেড ফর্মুলা – যেগুলো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর বা প্রত্যেক ডিজিটাল মার্কেটারের জানা ও শেখা উচিতঃ

  1. Content Engagement Ratio Formula:
    • Formula: Engagement Ratio = (Engagement Metrics / Total Reach) × 100
    • Example: A post with 500 likes, shares, and comments reached 5,000 people, resulting in an engagement ratio of 10%.
    • Where to Use: Measures the engagement percentage relative to the content’s total reach.
  2. Content Influence Score Formula:

    • Formula: Influence Score = (Social Shares + Backlinks) × 100
    • Example: An article acquired 200 social shares and 50 backlinks, resulting in an influence score of 25,000.
    • Where to Use: Measures the overall influence of content based on social shares and backlinks.
  3. Content Evergreenness Index Formula:

    • Formula: Evergreenness Index = (Recent Views – Initial Views) / Initial Views
    • Example: An evergreen article had 500 initial views and gained 250 new views, resulting in an evergreenness index of 0.5.
    • Where to Use: Measures the sustainability and long-term relevance of content.
  4. Content Stickiness Ratio Formula:

    • Formula: Stickiness Ratio = (Average Time on Page / Total Visits) × 100
    • Example: A blog post with an average time on page of 4 minutes received 1,000 visits, resulting in a stickiness ratio of 40%.
    • Where to Use: Measures the ability of content to retain visitor attention.
  5. Content Resonance Index Formula:

    • Formula: Resonance Index = (Positive Interactions / Total Interactions) × 100
    • Example: An infographic received 150 positive interactions out of 200, resulting in a resonance index of 75%.
    • Where to Use: Measures the proportion of positive interactions relative to total engagement.
  6. Content Effectiveness Score Formula:

    • Formula: Effectiveness Score = (Conversions / Total Content Views) × 100
    • Example: A landing page gained 50 conversions from 1,000 views, resulting in an effectiveness score of 5%.
    • Where to Use: Evaluates how effective content is in driving desired actions.
  7. Content Saturation Rate Formula:

    • Formula: Saturation Rate = (Number of Similar Topics / Total Content) × 100
    • Example: Out of 50 blog posts, 10 covered similar topics, resulting in a saturation rate of 20%.
    • Where to Use: Measures the extent of redundancy or repetition in content themes.
  8. Content Diversification Index Formula:

    • Formula: Diversification Index = (Unique Content Types / Total Content) × 100
    • Example: Among 100 pieces of content, 30 were diverse content types, resulting in a diversification index of 30%.
    • Where to Use: Measures the variety of content formats within a content strategy.
  9. Content Interaction Rate Formula:

    • Formula: Interaction Rate = (Interactive Elements Clicked / Total Content Views) × 100
    • Example: A video with interactive elements received 50 clicks out of 500 views, resulting in an interaction rate of 10%.
    • Where to Use: Measures the rate of user interaction with interactive content elements.
  10. Content Relevance Quotient Formula:

    • Formula: Relevance Quotient = (Relevant Sections / Total Content Sections) × 100
    • Example: A whitepaper with 8 relevant sections out of 10 has a relevance quotient of 80%.
    • Where to Use: Evaluates the relevancy ratio of content sections to the overall piece.
  11. Content Repurposing Efficiency Formula:

    • Formula: Repurposing Efficiency = (Number of Repurposed Assets / Total Original Assets) × 100
    • Example: Out of 20 original blog posts, 10 were repurposed into other content formats, resulting in a repurposing efficiency of 50%.
    • Where to Use: Measures the effectiveness of content repurposing efforts.
  12. Content Personalization Ratio Formula:

    • Formula: Personalization Ratio = (Personalized Content / Total Content) × 100
    • Example: Among 50 email campaigns, 20 were personalized, resulting in a personalization ratio of 40%.
    • Where to Use: Measures the proportion of personalized content in a content set.
  13. Content Seasonality Index Formula:

    • Formula: Seasonality Index = (Seasonal Content / Total Content) × 100
    • Example: Among 100 articles, 30 were related to seasonal topics, resulting in a seasonality index of 30%.
    • Where to Use: Measures the ratio of content tied to seasonal themes.
  14. Content User Journey Completeness Formula:

    • Formula: Journey Completeness = (Completed Journeys / Total Journeys) × 100
    • Example: Out of 50 user journeys mapped, 40 were completed, resulting in a completeness rate of 80%.
    • Where to Use: Measures the percentage of completed user journeys in content strategies.
  15. Content Adaptability Ratio Formula:

    • Formula: Adaptability Ratio = (Adapted Content / Total Content) × 100
    • Example: Among 100 articles, 25 were adapted for different platforms, resulting in an adaptability ratio of 25%.
    • Where to Use: Measures the portion of content adapted for various platforms or audiences.
  16. Content Longevity Quotient Formula:

    • Formula: Longevity Quotient = (Recent Engagement – Initial Engagement) / Initial Engagement
    • Example: A post gained 200 recent engagements compared to 100 initial engagements, resulting in a longevity quotient of 1.
    • Where to Use: Measures the sustainability and enduring engagement of content over time.
  17. Content Localization Efficiency Formula:

    • Formula: Localization Efficiency = (Localized Content / Total Content) × 100
    • Example: Among 50 pieces of content, 15 were localized for different regions, resulting in a localization efficiency of 30%.
    • Where to Use: Measures the effectiveness of content localization efforts.
  18. Content Originality Score Formula:

    • Formula: Originality Score = (Unique Content Creations / Total Content) × 100
    • Example: Out of 100 articles, 75 were original creations, resulting in an originality score of 75%.
    • Where to Use: Measures the percentage of original content within a content portfolio.
  19. Content Amplification Factor Formula:

    • Formula: Amplification Factor = (Shared Content / Total Content) × 100
    • Example: Among 50 published pieces, 10 were widely shared, resulting in an amplification factor of 20%.
    • Where to Use: Measures the proportion of content that gained substantial amplification through shares.
  20. Content Emotional Engagement Index Formula:

    • Formula: Emotional Engagement Index = (Emotion-Triggering Content / Total Content) × 100
    • Example: Out of 30 blog posts, 12 were emotionally engaging, resulting in an emotional engagement index of 40%.
    • Where to Use: Measures the percentage of emotionally resonant content within a content strategy.
 

 

 

এইতো!

পড়ুন, আর এই পেইজটা সেইভ করে রাখুন! বুকমার্ক করে রাখুন, যাতে পরে হারিয়ে না ফেলেন!

ইনার সার্কেলে আপনার পরিচিতদের ইনভাইট করুন; যাদের এই নিউজলেটার, কোর্স, ইবুক, রিসোর্স প্যাকেজ প্রয়োজন!

ভালো থাকুন!

 

 

৮ লক্ষ ডলার ভ্যালুর বিজনেস স্কিলস

প্রায় ৫০+ কোর্স, রিসোর্স প্যাকেজ, ইবুক ও হার্ডব্যাক বই মিলিয়ে; প্রায় বেশিরভাগ বিজনেস স্কিলের উপরেই প্রফেশনাল লেভেলের মেন্টরশিপে; আপনি পাবেন প্রায় সাড়ে ছয় বছরের প্র্যাকটিক্যাল বিজনেস এক্সপেরিয়েন্স!

 

আরো জানুন এখান থেকেঃ courses.muntasirmahdi.com

কিংবা প্রশ্ন থাকলে, হোয়াটসঅ্যাপ করুন!

রেডিমেড ও হোলসেল ডিজিটাল প্রোডাক্টস

প্রায় ১০০+ কোর্স, রিসোর্স প্যাকেজ, ইবুক, ওয়ার্কশপ, প্লাগইন, স্ক্রিপ্ট, মাস্টারক্লাস, ওয়েবসাইট, ডোমেইন-হোস্টিংসহ আরো প্রায় ৫০+ ক্যাটাগরির ডিজিটাল প্রোডাক্ট বাজার মূল্যের চেয়ে ৯০% অল্প মূল্যে হোলসেলে কিনে নিয়ে রেডিমেড আপনার নামে সেল করে প্রফিটের জন্য যা যা প্রয়োজন; সবই হাতে ধরে গড়ে দেয়া সম্ভব!

 

আরো জানুন এখান থেকেঃ courses.muntasirmahdi.com/shop

কিংবা প্রশ্ন থাকলে, হোয়াটসঅ্যাপ করুন!

১০০% গ্যারান্টেড ও প্রিমিয়াম ডিজিটাল সার্ভিস

সাধ্যের মধ্যে বিজনেস কিংবা পোর্টফোলিও অথবা স্টোরের সার্ভিস এবং রেডিমেড ও ফ্রেশ ডিজিটাল প্রোডাক্ট থেকে শুরু করে সম্পূর্ণ অনলাইন আর্নিং শূন্য থেকে শুরু করে লাইফটাইমের জন্য ফিক্সড ইনকাম রেখে গ্রো করতে এই সার্ভিসগুলো আপনাকে সাহায্য করতে পারে!

 

আরো জানুন এখান থেকেঃ Services of MuntasirMahdi

কিংবা প্রশ্ন থাকলে, হোয়াটসঅ্যাপ করুন!

 

 

কোনো প্রশ্ন থাকলে, অবশ্যই জানাবেন! কোনো প্রয়োজন থাকলেও – হোয়াটসঅ্যাপে আমাকে সবার আগে রিচ করতে পারবেন!

 

পরের পর্বে কথা হচ্ছে!

 

নিউজলেটারটা শেয়ার করুন ও সেইভ করে রাখুন, যদি মনে করেন – এটা আপনার কাজে আসবে, কাজে আসছে!

 

Good day.

Stay Positive Stay Strong.

 

paid readers and counting.
564 +

ADVERTISE YOUR BUSINESS

Show your custom ad here to the money making and business based premium community. Starting from 1$/day.

I WANT

ADVERTISE YOUR BUSINESS

Show your custom ad here to the money making and business based premium community. Starting from 1$/day.

I WANT

সাবস্ক্রাইব করতে চাইছেন?

নিচের তিনটি প্যাকেজ থেকে আপনার ইচ্ছেমতো যেকোনো প্যাকেজ বাছাই করে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান অ্যাক্টিভ করতে পারেন

মাসিক

৯০টাকা ৪৫টাকা /১ মাস
  • বেস্ট সেলিং
  • সম্পূর্ণ বাংলা নিউজলেটার
  • প্যাকেজ থাকছে মোট ৯টি সংখ্যা
  • অতিরিক্ত ১টি মাসিক সারপ্রাইজ সংখ্যা
  • হোয়াটসঅ্যাপে প্রত্যেক সংখ্যার অ্যাক্সেস দেয়া হবে
  • পুরনো সংখ্যা অ্যাক্সেস করতে পারবেন সারাজীবন
  • ইনার সার্কেল মেম্বারদের জন্য ফ্রি অ্যাক্সেস
  • হোয়াটসঅ্যাপ সাপোর্ট, চব্বিশ ঘন্টা

ত্রৈমাসিক

৩০০টাকা ৯৯টাকা /৩ মাস
  • বেস্ট সেলিং
  • সম্পূর্ণ বাংলা নিউজলেটার
  • প্যাকেজ থাকছে মোট ২৭টি সংখ্যা
  • অতিরিক্ত ৩টি মাসিক সারপ্রাইজ সংখ্যা
  • হোয়াটসঅ্যাপে প্রত্যেক সংখ্যার অ্যাক্সেস দেয়া হবে
  • পুরনো সংখ্যা অ্যাক্সেস করতে পারবেন সারাজীবন
  • ইনার সার্কেল মেম্বারদের জন্য ফ্রি অ্যাক্সেস
  • হোয়াটসঅ্যাপ সাপোর্ট, চব্বিশ ঘন্টা

লাইফটাইম

৫০০০টাকা ৯৯৫টাকা /লাইফটাইম
  • বেস্ট সেলিং
  • সম্পূর্ণ বাংলা নিউজলেটার
  • প্যাকেজ প্রত্যেক সংখ্যার অ্যাক্সেস থাকবে
  • হোয়াটসঅ্যাপে প্রত্যেক সংখ্যার অ্যাক্সেস দেয়া হবে
  • পুরনো সংখ্যা অ্যাক্সেস করতে পারবেন সারাজীবন
  • ইনার সার্কেল মেম্বারদের জন্য ফ্রি অ্যাক্সেস
  • হোয়াটসঅ্যাপ সাপোর্ট, চব্বিশ ঘন্টা

নিজের ইচ্ছেমতো লাইফ লিড করার স্বাধীনতা

নিজের পরিবারকে সময় দেয়ার স্বাধীনতা

নিজের গল্প নিজের হাতে লেখার স্বাধীনতা

যুক্ত হয়ে যান, আজই

১০০০+ প্রিমিয়াম মেম্বারের সাথে; প্রত্যেকদিন শিখতে পারবেন নতুন কিছু!

প্রত্যেকদিন থাকছে, হাই কোয়ালিটি ইনকাম টিপস এবং সাথে নিজের গ্রোথের জন্য ভ্যালুয়েবল রিসোর্স!

প্রত্যেক সপ্তাহে থাকছে, লক্ষ টাকা ভ্যালুর ডিজিটাল প্রোডাক্টস গিফটস!

সারাজীবনের জন্য, মুনতাসির মাহদীর সবগুলো কোর্স ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন যুক্ত হওয়ার সাথে সাথেই!

আরো থাকছে, সাপ্তাহিক নিউজলেটার; যেটা ইনার সার্কেলের মেম্বারদের জন্য সারাজীবন ফ্রিতে পড়ার সুযোগ!

আমি মুনতাসির মাহদী! পেশায়, লেখক ও ব্যবসায়ী! অনলাইন বিজনেস ও মানি মেকিং স্কিলস নিয়ে কাজ করছি ২০১৪ থেকে!

মুনতাসির মাহদী (Muntasir Rahman Mahdi – منتصر رحمن مهدي) প্রফেশনালি একজন লেখক এবং ব্যবসায়ী। এখন পর্যন্ত তার ৫টি বই অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে! তিনি প্রায় সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে লেখালেখি ও ডিজিটাল প্রোডাক্ট ব্যবসার সাথে যুক্ত! হার্ডব্যাক ও ইবুকসহ এখন পর্যন্ত তিনি সর্বমোট ৯টি বই প্রকাশ করেছেন! গত সাড়ে চার বছর ধরে তিনি প্রায় ৩০০০০ এর বেশি শিক্ষার্থীকে অনলাইনে ও অফলাইনে ব্যবসা ও মানি মেকিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ট্রেইন করে যাচ্ছেন! মাহদী’র ভাষায়; তার লক্ষ্য, “I’m helping people build a Philosophically Positive Money Mindset!”   

সাবস্ক্রাইব করলেই, এত্তগুলো গিফটস

মানিব্যাক গ্যারান্টেড অনলাইন ইনকাম প্যাকেজ - আয় করতে না পারলে, মানিব্যাক ইন্সট্যান্টলি

X